বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ২৪ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা আইনজীবী ভবনের ৪র্থ তলায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আয়োজনে প্রস্তুতিমুলক সভায় তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রস্তুতিমুলক সভায় বক্তরা বলেন, অতীতের সকল ভূল, ত্রুটি ও নিজেদের ভিতরে বিরোধ ভূলে গিয়ে এক সাথে কাজ করতে হবে। নিজেদের মাঝে বিরোধের কারনেই আমাদের নানা সমস্যার সমূখিন হতে হচ্ছে। কিন্তু নির্বাচনে সময় কারো সাথে বিরোধ থাকতে পারে না। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারা কখনো দলের স্বার্থে বিরোধ করতে পারে না। তাই দলের স্বার্থে আমাদেরকে এক সাথে কাজ করতে হবে। অনেকেই বলে জাতীয়তাবাদী আইনজীবীদের তিনটি ভাগে বিভক্ত। এতে করে দল তথা আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রতি বছর শুধু নির্বাচন এলেই আমরা একত্রিত হই কিন্তু নির্বাচন চলে গেলে আমাদের এই একত্রা থাকে না। তাই আজকে যে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক টেবিলে বসছি। আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমরা আগামী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের ১৭ সদস্যকেই বিজয়ী করতে হবে। যদি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হতে পারি তাহলে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনের সহায়ক হবে। এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা বিভিন্ন মামলার আসামী হয়েছে তাদেরকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময়ে সবার সম্মতি কর্মে জেলা বিএনপির সভাপতি ও সিনিয়র আইনজীবী এড. তৈমূর আলম খন্দকারকে আহবায়ক ও সিনিয়র আইনজীবী এড. নবী হোসেনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচনের কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে এড. আবদুল বারী ভূঁইয়াকে সভাপতি ও মশিউর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে সতের জন বিশিষ্ট খসড়া প্যানেল গঠন করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মত বিনিময়ের মাধ্যমে পূর্ণাঙ্গ প্যানেলের নাম ঘোষণা করা হবে বলে জানান তারা।
প্রস্তুতিমুলক সভায় সিনিয়র আইনজীবী এড. শাহ আলম এর সভাপতিত্বে এড. তৈমর আলম খন্দকার, এড. শাখাওয়াত হোসেন খাঁন, এড. আবদুল বারী ভূঁইয়া, এড. জাকির হোসেন, এড. আবদুল হামিদ খান ভাষানী, এড. নবী হোসেন, এড. সরকার হুমায়ুন কবির, এড. আনোয়ার প্রধান বিএনপি পন্থীদে অন্যান্য নেতৃবৃন্দ।