বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন ঈদুল আযহা সামনে রেখে নৌপথের নিরাপত্তা জোরদার করতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌ টহল শুরু করেছে র্যাব-১১।
শনিবার (১৮ আগষ্ট) সকালে শহরের ১নং সেন্ট্রাল খেয়াঘাটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌ টহলের উদ্বোধন করেন র্যাব-১১ এর কোম্পনী কমান্ডার সিনিয়র এএসপি জসিমউদ্দিন।
র্যাবের নৌ টহল সম্পর্কে র্যাব-১১ এর কোম্পনী কমান্ডার সিনিয়র এএসপি জসিমউদ্দিন বলেন, শনিবার থেকে ঈদের আগের রাত পর্যন্ত র্যাবের দুটি স্পীড বোটে ১৬ জন র্যাব সদস্য সার্বক্ষণিক শীতলক্ষ্যা নদীতে টহলে নিয়োজিত থাকবে। কোরবানীর পশুবাহী ট্রলার যাতে টানাটানি না করতে পারে সে বিষয়ে খেয়াল রাখার পাশাপাশি নৌপথে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে করতেও কাজ করবে র্যাবের টহল দল। তাছাড়া নদীপথে চাঁদাবজি বন্ধে কঠোর নজরদারী করা হবে শীতলক্ষ্যা, ধলেম্বরী ও বুড়ি গঙ্গা নদীতে। কোন প্রকার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলন শেষে সকলকে নিয়ে শীথলক্ষ্যা নদীতে নৌ টহলে বের হন র্যাব-১১ এর কোম্পনী কমান্ডার সিনিয়র এএসপি জসিমউদ্দিন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন এএসপি বাবুল আকতার, এএসপি মোস্তাফিজুর রহমান প্রমূখ।