বিজয় বার্তা ২৪ ডট কম
সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নিজ উদ্যোগে মাস ব্যাপী মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে ২৮ তম দিনে নাসিকের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জের বিভিন্ন জায়গায় মশার ঔষধ ছিটানো হয়েছে। এছাড়া আল আমিন নগর, গোগনগর, শহীদ নগর, মুসলিম নগর এলাকায়ও মশার ঔষধ ঔষধ ছিটানো হয়।
শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের নিতাইগঞ্জ, আরকে দাস রোড, ভগবানগঞ্জ, বৃহত্তর নলুয়া পাড়া, বাপ্পী চত্বর সহ বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গু প্রতিরোধে এই মশার ঔষধ ছিটানো হয়।
এসময় ডেঙ্গু রোগ প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন সচেতনমূলক নির্দেশনা দেওয়া হয়।
এদিকে অয়ন ওসমানের মাস ব্যাপী মশক নিধণ কর্মসূচিকে নাসিকবাসী তাকে ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, অয়ন ওসমান তিনি তার বাবার মত জনগনের পাশে থাকেন। তার পরিবারের লোকজন নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে সর্বদা কাজ করেন। তিনিও সেই পরিবারের সন্তান যে কিনা নারায়ণগঞ্জবাসীর কথা চিন্তা করে এমন মহৎ উদ্যোগ নিয়েছেন। আমরা তার এই কাজকে সাধুবাদ জানাচ্ছি। যে কাজ নাসিকের করার কথা সেই কাজ তিনি তার নিজস্ব অর্থায়নে করছেন। আল্লাহ তাকে আরো বেশী জনগনের সেবায় কাজ করার তৌফিক দান করুক।
মশক নিধণে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী ফয়েজউদ্দিন লাভলু, ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, রাসেল, অনিক, ফরিদ, নিয়াল, নিয়াজ, ফরহাদ, সাইফুল, সীমান্ত, জয়, বাপ্পি, সোহান, রায়হান, রাশেদুল, ফিরুজ, শান্ত, হিমেল, মোমিন, তপু, সৌরভ সহ অন্যান্যরা।