বিনোদন ডেস্ক ,বিজয় বার্তা ২৪
ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে কথা বলে গত বছরের শেষ দিকে বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সে সময় আমিরের মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন অভিনেতা অনুপম খের। এবার তিনি নিজেই জানালেন অসহিষ্ণু পরিস্থিতির শিকার তিনি। এ কারণে নিজেকে হিন্দু বলতেও ভয় পান এ অভিনেতা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনুপম খের। সেখানেই নিজের এ ভয়ের কথা জানান তিনি। বলিউড তারকারা ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে ভয়ে আছেন, এ বিষয়ে তার মতামত কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার মতো আমিও ভয়ে আছি। আমি নিজেকে হিন্দু বলতে ভয় পাই।’
এরপর তিনি তার মন্তব্যটি খোলাসা করে বলেন, ‘এই দেশে (ভারতে) আমি তিলক ও গেরুয়া পোশাক পরতে ভয় পাই, কারণ আমাকে তাহলে আরএসএস (রাইট উইং পার্টি) অথবা বিজেপি মতাদর্শের মনে করা হবে।’
কিছুদিন আগে পদ্ম অ্যাওয়ার্ড নিয়ে নিজের মত প্রকাশ করে টুইটারে বিদ্রূপের শিকার হয়েছিলেন ৬০ বছর বয়সি এ অভিনেতা। এবার এ ধরনের মন্তব্য করে আবারও আলোচনায় তিনি।