নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নিউ লক্ষী নারায়ণ কটন মিল ও মন্ডলপাড়া ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্রের শুভ ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ( ডিপিডিসি) উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জের লক্ষী নারায়ণ কটন মিলে এই ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডিপিডিসি,উন্নয়ন প্রধান প্রকোশলী দিলিপ কুমার সেন’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল প্রকোশলী মো. নজরুল হাসান (অব.) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক (প্রকোশলী) মো.রমিজ উদ্দিন সরকার, (অপারেশন) এ.টি.এম. হারুন অর রশিদ, (এডমিন এন্ড এইচ আর) আবু তাজ মো. জাকির হোসেন, (অর্থ) মো. গোলাম মোস্তফা, নিউ লক্ষী নারায়ণ কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লা, চায়না সিএসআর –এসপিটিটিসি’র প্রজেক্ট ম্যানেজার লাই ফাচুন প্রমূখ।