নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়গঞ্জের আলোচিত ৭ খুন মামলার ডাঃবিজয় কুমার পালের সাক্ষ্য গ্রহন করা হয়। আর সেলিনা ইসলাম বিউটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।
সোমবার সকালে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত সাবেক ৩ কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
আসামী পক্ষ্য সময়ের আবেদন জন্য করলে আদালত তা নামঞ্জুর করেন।৩৫ জন আসামীর মধ্যে ২২ জনের পক্ষে সাক্ষীকে জেরা করা হয়। বাকী ১৩ জনের পক্ষে জেরার জন্য আগামী ৭ই মার্চ নির্ধারন করা হয়। অপর মামলায় কাউন্সিলর সেলিনা ইসলামের সাক্ষ্যগ্রহন মুলতবি করা হয় তার সাক্ষ্য পরবর্তী ৩ ই মার্চ অনুষ্টিত হবে।
গত বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির করা যায়নি। পরে বিচারক সোমবার নতুন তারিখ নির্ধারণ করেন।
গত ৮ ফেব্রুয়ারি ৭ খুনের ঘটনায় করা ২ মামলায় আদালতে ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এদিন বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালত অভিযোগ ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইজীবী এডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ৬ জনের এবং ১ মে একজনের লাশ উদ্ধার করা হয়।