স্টাফ রিপোর্টার,ফতুল্লা
এবারে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামানকে বোকা বানিয়ে ২৫ হাজার হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। সচিবের নাম ভাঙ্গিয়ে ফোন করে একটি ভূয়া মৃত্যুর সংবাদ দিয়ে তার কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয় বলে চেয়ারম্যান আসাদুজ্জামান জানান। এ ঘটনায় ইউপি সচিব আবদুল মালেক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী দায়ের করেছেন।
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, একটি মোবাইল ফোন থেকে তার ব্যক্তিগত ফোন নম্বরে কল দিয়ে অপরপ্রান্ত থেকে বলা হয় ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের গাড়ির ধাক্কায় আপনার এলাকার এক ব্যক্তি মারা গেছে। তাকে সচিব স্যার এক লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। যেহেতু আপনি স্থানীয় চেয়ারম্যান তাই লাশটি দাফনের জন্য এ মুহূর্তে আঞ্জুমান মফিদুল ইসলামকে খরচ বাবদ ২৫ হাজার টাকা দিতে হবে। প্রতারকচক্র একটি বিকাশ নম্বর দিয়ে দ্রুত এই টাকা পাঠানোর জন্য অনুরোধ করে।
ফোনের অপর প্রান্ত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজমের নামে এই মৃত্যু সংবাদ স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে ওই টাকা চাওয়া হয়। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন ভেবে চেয়ারম্যান আসাদুজ্জামান তা বিশ্বাস করেন এবং দ্রুত ২৫ হাজার টাকা ম্যানেজ করে বিকাশে পাঠিয়ে দেন। পরে বিষয়টি গাউছুল আজমের প্রকৃত নম্বারে ফোন করে জানাতে গেলে বেরিয়ে আসে প্রতারণার বিষয়টি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার এই প্রতারণার ঘটনা ঘটে। ০১৯১২৫২৭৭৫২ নম্বরটিকে বিকাশ নম্বর এবং ০১৭১৫০০৭২৬৬ নম্বরকে স্বাস্থ্য সচিবের পরিচয় প্রদানকারী নম্বর হিসেবে ব্যবহার করে প্রতারকচক্র।
গাউছুল আজম বলেন,আমার কাছে আরও কয়েকজন জনপ্রতিনিধি এ ধরনের ঘটনার বিষয়টি জানিয়েছে। আমি সবাইকে এ ধরনের প্রতারকচক্র হতে সাবধান থাকার আহবান জানিয়েছি।
তিনি আরও বলেন, এখন মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন করার পরেও থেমে নেই এসব প্রতারণা। তাই এ ধরনের কেউ ফোন করলে আগে যাচাই বাছাইয়ের পরামর্শ দেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি আরিফুর রহমান নামের এক প্রতারক নিজেকে সচিব পরিচয়ে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে বসে নারায়ণগঞ্জ শহরের মার্ক টাওয়ারের একটি মোবাইল দোকান থেকে ৩ লাখ টাকার মোবাইল ফোন সেট প্রতারণার মাধ্যমে নিয়ে চম্পট দেয়।