নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১০ মার্চ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন।
সকাল ১০টার দিকে ৭ খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
একটি মামলার বাদী সেলিনা হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
তিনি তার স্বামী সিটি কাউন্সিলর নজরুল ইসলামকে অপহরণ ও হত্যাকা- নিয়ে বিভিন্ন তথ্য আদালতের সামনে তুলে ধরেন। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন।
এর আগে ২৯ ফেব্রুয়ারি অপর মামলার বাদী ডা. বিজয় কুমারের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আগামী ৭ মার্চ আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। মামলা ২টিতে ৩৫ জন আসামির মধ্যে ১২ জন এখনো পলাতক রয়েছে।