বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী খন্দকার আজমল বাবু (২৫) কে তার সহযোগী আজিম আহমেদ (৩২)সহ গ্রেফতার করেছে র্যাব ১১’র একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে ৩১টি পাসপোর্ট, বিভিন্ন মেডিকেল অফিসারের নামে ৭টি ভূয়া সীল, ২৯৩টি জন্ম নিবন্ধন সনদ, ২১টি পুরনকৃত পাসপোর্টের আবেদন ফরমসহ তাদের কাছে থাকা নগদ ৫৫ হাজার ১ শত ১ টাকা জব্দ করে র্যাব সদস্যরা। গ্রেফারকৃত খন্দকার আজমল বাবু বন্দর থানা নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় আলতাফ মাষ্টারের ছেলে ও আজিম আহম্মেদ ফনকুল এলাকার ছাদেক আলী ছেলে। মঙ্গলবার দুপুরে র্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত খন্দকার আজমল বাবু বন্দর থানার চাঞ্চল্যকর ফয়সাল (১৮) হত্যা মামলার প্রধান আসামী ও চিহ্নিত পাসপোর্ট দালাল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১’র একটি আভিযানিক দল সোমবার গভির রাতে মহানগরের সিদ্ধিরগঞ্জ জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ অভিযানের নেতৃত্বে দেন র্যাব ১১ এসএসপি নাজিম উদ্দীন আল আজাদ। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের জালকুড়ি পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। খন্দকার আজমল বাবু এ চক্রের মূল হোতা। গত ২৯ জুলাই বন্দর ডকইয়ার্ড এলাকায় প্রভাব বিস্তার এবং কথা কাটাকাটিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আজমল বাবু ও তার সহযোগীরা ডকইয়ার্ড শ্রমিক ফয়সাল (১৮)কে দেশীয় অস্ত্র-সস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মারা যায়। গ্রেফতারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পাসপোর্ট অপরাধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।