নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
‘‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষ্মা দিবস-২০১৬ পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিিট সকাল ৯চায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা সিভিল সার্জন কার্যালয় এসে শেস হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
না.গঞ্জ সদর উপজেলা পঃপঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ সামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. মুহিদ উদ্দিন ও বিএমএ জেলা সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানার উপস্থাপনায় আলোচনা সভায় বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র টিবি প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, এমডিআর চ্যালেঞ্চ টিবি জেলা সমন্বয়কারি মোঃ রকিবুল ইসলাম জুয়েল, ব্র্যাক’র জেলা সিরিয়র ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম ও নার্গিস বেগম, কল্যাণী সেবা সংঘের ডা. জব্বার চিশতি ও জেলা স্বাস্থৗ তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল হক, জেলা (যক্ষ্মা-কুষ্ঠ} প্রেগ্রাম অগ্রানাইজার মোঃ আলতাফ হোসেন মোল্লা, জেলা ইপিআই সুপারিয়েনটেনডেন্ট লুৎফর রহমান ও সদর উপজেলা উপ-সহকারি কমিউনিটি মেডিক্যার অফিসার ডা. একেএম বাছেদ প্রমূখ।