বিজয় বার্তা ২৪ ডট কম
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার নায়িকা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। একজন অভিনেত্রীর অভিনয় জীবনের গল্প নিয়ে সুমন আনোয়ার নির্মাণ করছেন ‘সিনেমাওয়ালা’ শিরোনামের ধারাবাহিক নাটক। এতেই প্রভাকে এমন চরিত্রে দেখা যাবে।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘বাবা-মায়ের কোনো সহযোগিতা ছাড়াই এক সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয় মফস্বলের মেয়ে হেনা। এরপর নাটক, বিজ্ঞাপনে কাজ করতে থাকে সে। অল্প দিনের মধ্যে চলচ্চিত্রে পা রেখে গ্ল্যামার দুনিয়ায় আলোচিত নায়িকা হয়ে উঠে সে। ঝলমলে এই দুনিয়ায় এসে হেনা থেকে হয়ে উঠে হীরা। তারপর নানা উত্থান পতনের গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকের কাহিনি।’
নাটকে হীরা চরিত্রটি রূপায়ন করছেন প্রভা। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এখনো দৃশ্যধারণের কাজ বাকী রয়েছে। খুব শিগগির নাটকটির শুটিং আবারো শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
প্রভা ছাড়াও এতে আরো অভিনয় করছেন শ্যামল মাওলা, মৌসুমি হামিদ, আজাদ আবুল কালাম, ফারহানা মিলি, শাহেদ শরীফ খান, সুষমা সরকার, সোনিয়া হোসেন, মীম, তানজিকা আমিন প্রমুখ।
আগামীকাল সোমবার থেকে এনটিভিতে প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত পৌনে ১০টায় নাটকটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা।