বিজয় বার্তা ২৪ ডট কম
চার বারের নির্বাচিত সাংসদ প্রয়াত নাসিম ওসমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ অটো রিক্সা ও সি.এন.জি চালক ইউনিয়ন(রেজি: নং ঢাকা-৩৫৬১)’র আয়োজনে কোরআনখানী, কাঙ্গালী ভোজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর চাষাঢ়া এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ অটো রিক্সা ও সি.এন.জি চালক ইউনিয়নের সভাপতি রিপন সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলী হায়দার শামীম, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, চালক ইউনিয়েনর সহ-সভাপতি নুরু পাটোয়ারী সহ আরো অনেকেই।
এসময় প্রয়াত নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। পরে সবার মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।