বিজয় বার্তা ২৪ ডট কম
চার বারের নির্বাচিত সাংসদ প্রয়াত নাসিম ওসমানের ৩য় মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনায় জেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর ২ নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ালীগের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল,শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, শহর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, আলী আকবর, যুগ্ন সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সানী আহম্মেদ পরশ, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি নিশান , কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, মিরাজ, হাসান, মিনহাজুল, সৈয়দ মোস্তাক আহমেদ হাসীব, সৈয়দ রনি, জুবায়ের, শুভ সহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইয়নিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রয়াত নাসিম ওসমান ছিলেন গন মানুষের নেতা। তিনি দেশ ও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যার বিচারের দাবিতে নাসিম ওসমান বাসর ঘরে তার নববধূকে রেখে আন্দোলনে ঝাপিয়ে পরেছিলেন। তার এই আত্ম ত্যাগ আমাদের ভুলার নয়। তিনি শুধু জাতীয় পার্টির নেতা ছিলেন না তিনি ছিলেন বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। তাই মুজিববাদে বিশ্বাসী এই নেতার আত্মার মাগফিরাত কামনায় আজ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন তার মৃত্যু বার্ষিকী পালনে দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বক্তব্যে শেষে প্রয়াত নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পরে সাংসদ সেলিম ওসমান, সাংসদ শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।