বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নাসিক নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে কাজ করতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর ভাসানী ভবনে কেন্দ্রীয় বিএনপির সমন্বয় কমিটির আয়োজনে নাসিক নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই সভায় নাসিক নির্বাচনে নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্বাচনী দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় নেতারা নির্বাচনে প্রতিটি কেন্দ্রকে কেন্দ্র করে পৃথকভাবে কমিটি করার দাবি করেন।
গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিজেরা দ্বন্দ্ব করে ভোট নষ্ট করবেন না। ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে যান, ভোট চান। জনগণ আপনাদের ভোট দিতে চায়। আপনাদের সালাম ফেরত আসবে না আশা করি।
তিনি বলেন, নাসিক নির্বাচনকে সবাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাইকে দায়িত্ব নিতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যভদ্ধভাবে কাজ করতে হবে। কারণ এই নির্বাচন নেতাকর্মীদের জন্য কঠিন পরীক্ষা। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে শতভাগ জয়ের সম্ভবনা বিএনপির। আমাদের কেউ ফেল করাতে পারবে না।
নাসিক নির্বাচনে বিএনপির এই সমন্বয়ক বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন জোর করে ফল ছিনিয়ে নিতে চাইলে নিক। কিন্তু আমরা যাতে ভোটে না হারি। জোর করে নিয়ে গেলে আমাদের কিছু করার নেই। জাতি যদি জানে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিয়ে গেছে, তাতেও আমাদের লাভ।
নাসিক নির্বাচনে সরকারকে কোনো প্রকার ছাড় না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক বিষয়ে ছাড় দেয়া যাবে না। ছাড় দিলে সরকার দুষ্টুমি করবে। নির্বাচনের শেষ পর্যন্ত ভোট পাহারা দেয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নারায়ণগঞ্জে নেতাকর্মীদের মধ্যে একটু মনোমালিন্য আছে। এই মনোমালিন্য জিইয়ে রাখলে নির্বাচনে ফল নিয়ে আসা যাবে না। জনগণ ভোট দিতে চায়। কাজেই নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে ভোটারদের অবহেলা, অসম্মান করবেন না।
সভায় গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে নির্বাচনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন- ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা গিয়াসউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ বন্দর থানার সভাপতি হাজী নুরুদ্দিনসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।