নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে একটি বিয়ে অনুষ্ঠানের জন্য বিয়ার ও মদ নিয়ে যাওয়ার পথে র্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও দুই সহোদর আক্তার হোসেন ও সুমনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আদমজীস্থ র্যাব-১১এর সদর দপ্তরের সামনে থেকে তাদের আটক করেন র্যাব-১১ এর এ এসপি আলমগীর হোসেন। এসময় হাসানের ব্যবহৃত হাইয়েক্স মাইক্রোবাস (ঢাকা মেট্টা চ-১৫-৯৬-৯৮) এর ভেতর থেকে ৪৮ ক্যান বিয়ার ও ৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। আটক করার সময় আক্তার হোসেন র্যাব কর্মকর্তা আলমগীর হোসেনকে জানান, আদমজী ইপিজেডের ভেতর বিদেশীদের জন্য পরিচালিত বার থেকে তার চাচাতো ভ্ইা মনির হোসেনের গায়ের গলুদ ও বিয়ের অনুষ্ঠানে বন্ধুরা মিলে ফুর্তি করার জন্য বিয়ার ও মদ কিনে নিয়ে যাচ্ছিল। আক্তার হোসেন কর্ণফুলী গ্রুপের পরিচালক ও তার ভাই সুমন একজন প্রতিষ্ঠিত ডেভলোপার ব্যবসায়ি।
র্যাব-১১ এর উপ অধিনায়ক লে. কমা-ার গোলজার হোসেন জানান, আদমজী ইপিজেডের প্রধান ফটকের পাশে র্যাব অফিসের সামনে মাইক্রোবাসটি আটক করে তল্লাশী করে বিয়ার ও মদগুলো পাওয়া যায়। পরে গাড়ির ভেতরে থাকা ৩জনকে আটক করা হয়। তবে যেহেতু ইপিজেডের ভেতরের বারটি বিদেশেীদের জন্য। সেখানে কেন বাইরের মানুষের কাছে তা বিক্রি করা হয়েছে সেহেতু তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত আরিফুল হাসান আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের অন্যতম সহযোগি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ছেলে।