বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হওয়ার জন্য নৌকা প্রতিকের মনোনয়ন ফরম ক্রয় করেছেন আওয়ামীলীগ নেতা বাদল, চন্দন ও খোকন সাহা।
সোমবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর গুলিস্তানের আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল নিজেই এই মনোনয়ন ফরম ক্রয় করেন। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন তার রাজনৈতিক সচিব ও পরিবেশবিদ সুজিত সরকার। আর মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীলের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন তার ছেলে অরজিৎ শীল।
প্রসঙ্গত, এরা তিনজনই তৃনমূল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।আওয়ামীলীগ সকল আন্দোলন সংগ্রামে তাদের সরব উপস্থিতি রয়েছে। দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে করে যাচ্ছেন। তার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতেও কাজ করে চলেছেন।