বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক নির্বাচনের পর এবার নারায়ণগঞ্জে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্ধন্ধি না থাকায় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বিনা প্রতিদ্ধন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
এবার জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন কাউন্সিলর এবং পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ২১ সদস্যের প্রতিনিধি পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন।
এই নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং ৭ টি সংরক্ষিত নারী সদস্য সহ মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
এদিকে ভোটগ্রহণ উপলক্ষ্যে সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ৯টা থেকে টানা দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এই নির্বাচন উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা না হলেও ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থাপনাগুলোর সব কার্যক্রম ওই দিন বন্ধ থাকবে।
অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া এবং অবস্থানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। তার জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ গ্রহন করবো। প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় থাকবে ২০ জন করে সদস্য। পুলিশ, আর্মস পুলিশ ব্যাটালিয়ান, ব্যাটালিয়ান আনসার ও আনসার ভিডিপির সদস্যরা। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র্যাব ।
এ নির্বাচনে পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং নারী সদস্যরা ভোট দেবেন।