নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মদনগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কথিত ঠিকাদার মফিজুল ইসলামের বালু রাখা বন্ধ এবং স্তুপকৃত বালু অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসষ্ট্যান্ড এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় মদনগঞ্জ ৬ রাস্তার মোড়ে ওই মানববন্ধন কর্মসূচী পালণ করে। সমাবেশে ভুক্তভোগীরা বলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কথিত ঠিকাদার মফিজুল ইসলাম জনগনের জীবন নাশ করে বালু ব্যবসা জুড়ে বসেছে। তার রাখা বালু কারণে গোটা মদনগঞ্জ,ইসলামপুর,লক্ষ্যারচর.মাহমুদনগর,ফরাজীকান্দা ও বেপারীপাড়াসহ বিভিন্ন এলাকার পথচারী এবং বাসষ্ট্যান্ডের সর্বস্তরের ব্যবসায়ীদের জীবন বিষময় করে তুলেছে। এই বালু ব্যবসা ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা দায় হয়ে পড়েছে। ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করার উপক্রম হয়ে পড়েছে। অভিলম্ভে অপসারণ না করা হলে বৃহৎ আন্দোলন ডাক দেয়া হবে। পরিশেষে বক্তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী’র আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে মদনগঞ্জ বাসষ্ট্যান্ডের সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।