বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানার একটি নাশকতা মামলায় জামিন পেয়েছেন সোনারগাঁ থানা যুবদল নেতা মো: কামাল হোসেন।
সোমবার সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কশোক কুমারের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। মামলা নং ৩৯(৯)১৪।
এ সময় কামাল হোসেনের সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, মামলা পরিচালনাকারী আইনজীবী এড.আব্দুর রহিম ও মাসুদ রানা।
এ সময় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, বর্তমান ফ্যাসিবাদি আওয়ামী সরকার বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করতে মামলার মিথ্যা মামলার হয়রানী থেকে দলের কোন স্তরের নেতাকর্মীকে বাদ রাখেনি। তবে এতে করে সরকারের শেষ রক্ষা হবেনা। অচিরেই তারেদকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।