বিজয় বার্তা ২৪ ডট কম
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতাকারীদের অর্থের অন্যতম যোগানদাতা এবং সরকার বিরোধী আন্দোলনের মূলহোতা নাশকতা মামলার আসামি যুবদল নেতা মাহাদি ইসলাম বাবু (৩৭) কে গ্রেপ্তার করছে র্যাব-১১।
গতকাল (১৩ নভেম্বর) ঢাকা নিউ মার্কেট থানাস্থ হাতিরপুল এলাকার মোতালেব প্লাজার সামনে থেকে গ্রেপ্তার হন এ আসামি।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তার পিতার নাম আহাদ মাস্টার।
র্যাব জানায়, গত ২৮ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া থানার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর (বক্তারকান্দি) সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। সেই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন গ্রেপ্তারকৃত এই যুবদল নেতা। পরবর্তীতে ওই ঘটনায় ২৯ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মোট ৪১ জন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়। সে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন মাহাদি ইসলাম বাবু। তখন থেকেই পলাতক রয়েছেন তিনি। পরে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণপূর্বক ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব।
র্যাব আরও বলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে বিএনপি ও জামায়াতে ইসলামের হরতালকে সফল করার লক্ষ্যে উক্ত যুবদল নেতার নেতৃত্বে যানবাহনসহ বিভিন্ন সরকারি ও রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক ও নাশকতামুলক কর্মকান্ড সংঘটনের পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা সফল করার উদ্দেশ্যে তার নেতৃত্বে ওইদিন অবস্থান করা প্রত্যেকের হাতে লোহার রড, ককটেল, লাঠিসোটা, ইটপাটকেল ইত্যাদি সহকারে বেআইনী জনতাবদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এমন ঘটনা ঘটানো হয়। সে স্বীকার করে যে এসকল ধ্বংসাত্মক ও নাশকতামুলক কর্মকান্ড সংঘটনের অর্থের যোগানদাতা তিনি ছিলেন। এই আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া, সদর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রয়েছে বলেও জানান হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।