বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতিকালে যুবদলের র্শীষ ২ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ২টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের আল বারাকা হাসপাতালের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কবিলার মোড় এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল (৪৮) সালেহনগর এলাকার মৃত বাখর আলী বেপারী ছেলে বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন (৪৩) ও হরিপুর এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সানাউল্ল্যাহ (৫২)।
এ ব্যাপারে বন্দর থানার তদন্ত অফিসার হারুন অর রশীদ জানিয়েছে, গ্রেনেড হামলা রায় প্রকাশের পর গ্রেপ্তারকৃতরা ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে আল বারাকা হাসপাতালের সামনে নাশকতার চেষ্টা করে।
গ্রেপ্তারকৃতরা থানা হাজতে আটক রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের বিরোদ্ধে থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।