বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপসচিব মো. ছারোয়ার হোসেন বলেছেন, উন্নয়ন করতে হলে নারী পুরুষ কে সমান অধিকার নিশ্চিত করতে হবে ।
রবিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, শুধুমাত্র পুরুষ কে কাজে লাগিয়ে উন্নয়ন সম্ভব না উন্নয়ন করতে হলে পুরুষের পাশাপাশি নারীকে কাজে লাগাতে হবে । তাহলেই আমাদের দেশের উন্নয়ন সম্ভব হবে । তিনি বলেন , বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার তারাও কিন্তু নারী । প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তরে পুরুষের পাশাপাশি নারীকে কাজে লাগিয়ে নারীর সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন, আঠারো বছরের নিচে কোন মেয়ের বিয়ে দেওয়া যাবে না । আর যদি তা অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । আর যদি কোন ছেলে মেয়েদের কে হয়রানি বা ইভটিজিং করে তাহলে আইনানুক ভাবে বিচার করা হবে ।
এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কামিজা ইয়াসিন ‘র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রোগাম অফিসার নাজনীন আফরোজ, জেলা মহিলা সংস্থার নেত্রী অধ্যক্ষ ড. শিরীন বেগম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (৪,৫,৬) নং ওয়াড মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, কল্যাণী সেবা সংস্থার সভাপতি ড. জাব্বার চিশতি, ব্রাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান সরকার ।