বিজয় বার্তা ২৪ ডেস্ক
চারিদিকে আজ নারীর জয়গান। তাদের পদচারণায় মুখর চারদিক। স্কুল-কলেজ, অফিস -আদালত, ব্যবসা-বাণিজ্য সব জায়গাতেই নারীরা আজ বিজয়ী। ভূমিকা পালন করেন মা, বোন, ভাবী, ননদ, সালী হিসেবে। আর এই বিষয়গুলো মাথায় রাখছে ফ্যাশন হাউসগুলো। কারণ নারীর প্রতিটি পথ চলায় তারা নির্ধারণ করে ফেলেছে তাদের পোশাকগুলোকে। এই বিষয়কে মাথায় রেখে পোশাক তৈরি করেছে রং বাংলাদেশ। আর তাকে ফুটিয়ে তুলেছে শাওন রহমানের প্রডাকশন হাউস চারুলতা কুটির। এতে মডেল হিসেবে ছিলেন মুনমুন আহম্মেদ।
পোশাক : রঙ বাংলাদেশ,
কোরোওগ্রাফি করেছেন জলতরঙ্গ,
ছবি তুলেছেন সাগর অাহম্মেদ