বিজয় বার্তা ২৪ ডট কম
এই প্রথম নারায়নগঞ্জ এ অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান মাধ্যমে কম্পিউটারাইজড কার ডায়াগনিষ্টিক স্ক্যানার দ্বারা যেকোন মডেলের গাড়ি স্ক্যান করা হয় । এছাড়াও যেকোন CVT গিয়ার বক্সের অয়েল পরিবর্তন সহ যেকোন ইঞ্জিন ও গিয়ার বক্স ক্যালিব্রেশন করা হয় এবং চাবির প্রোগ্রামিং করা হয় । স্ক্যান ফি মাত্র ১৪৯৯/- টাকা বিশেষ অফারঃ স্ক্যান ও ইঞ্জিন অয়েল + ফিল্টার পরিবর্তন মাত্র ২১৯৯/- টাকা
প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। আমরা আপনাদের সর্বদা সেরা সার্ভিসটি দিতে প্রতিজ্ঞাবদ্ধ এমনটিই জানালেন প্রতিষ্ঠানটি কর্নদাররা।
তারা জানান, অকটেন এর বিকল্প জ্বালানি হিসেবে বাংলাদেশে ধীরে ধীরে এল পি জির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আপনার গাড়ির এল পি জি তে ভালো সার্ভিস পেতে অরজিনাল পার্টস এবং দক্ষতার সঙ্গে কাজ করা খুবই জরুরি, কনভার্সন তো অনেকেই করে দিতে পারবে কিন্তু সঠিক গুণগত মানের জেনুইন উন্নত মালামাল দিয়ে সঠিক মাইলেজ পাওয়ার নিশ্চয়তা কয়জন দিতে পারে আর আমরা দিচ্ছি সেই নিশ্চয়তা। ভাল পার্টস এবং দক্ষতার সঙ্গে গাড়ি এল পি জি তে কনভারসন হলে আপনার জ্বালানি খরচ ৪৫-৫০% কমে যাবে। তাছাড়া গাড়ি এল পি জি তে চললে কার্বন নিঃশ্বরণ কম হয়,যা পরিবেশের জন্য ভালো।
গাড়ী LPG-তে কনভার্সনের সুবিধা-
# তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- LPG (Liquefied Petroleum Gas/LPG) প্রধানতঃ প্রোপেন (C3H8) এবং বিউটেন (C4H10) গ্যাসের একটি মিশ্রণ যা গাড়ীর জ্বালানী হিসেবে ব্যবহার উপযোগী। LPG-তে রয়েছে উচ্চ অকটেন রেটিং (RON 102-108)যা ইঞ্জিনের অভ্যন্তরীণ দহনক্রিয়া শক্তিশালী করে এবং অল্প খরচে অধিক শক্তি উৎপন্ন করে।
# Programmable ECU থাকায় এবং প্রতি সিলিন্ডারে আলাদা আলাদা ইনজেক্টর ব্যবহার করায় মাইলেজ এবং পারফর্মেন্স বৃদ্ধি পায় এবং ইঞ্জিনের স্থায়িত্ব বাড়ে। Engine overheat, misfire, less pulling & brake hard এর মত কোন সমস্যা হয় না। CNG এর মত ইঞ্জিনের কোন ক্ষতি করে না, ফলে আলাদা মেইন্টেনেন্স খরচ নাই।
# LPG দহনের ফলে সৃষ্ট বায়ু দূষণের মাত্রা এবং কঠিন বর্জ্যের পরিমাণ অত্যন্ত কম হয়। পেট্রোল চালিত গাড়ীর কালো ধোঁয়া অপেক্ষা অটোগ্যাসে ৯০% কম দূষিত পদার্থ ও কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করে।
# একটি ৬০ লিটার সিলিন্ডারে CNG ধারণক্ষমতা ১৫ কিউবিক মিটার গ্যাস। অন্যদিকে একটি ৬০ লিটার LPG সিলিন্ডারে গ্যাস ধারণক্ষমতা ৪৮-৫৬ লিটার। ৪ গুন বেশি মাইলেজ পাওয়ার কারণে বারবার ফিলিং স্টেশনে যাওয়ার ঝামেলা নাই। রিফিলের সময় কম লাগার কারনে LPG স্টেশনে বাড়তি সময় অপচয় করার দুর্ভোগ নেই। একবার এলপি গ্যাস রিফিল করা হলে একটি গাড়ি (১৫০০ সিসি ইঞ্জিন) প্রায় ৪০০ কিলোমিটার চালানো যায়। অথচ একবার CNG সিলিন্ডার রিফিল করা হলে একটি গাড়ি সর্বোচ্চ ৭০-৮০ কিলোমিটার চালানো যায়।
# অটোগ্যাস সিলিন্ডারের ওজন, একই মাপের CNG সিলিন্ডারের ওজনের প্রায় এক-তৃতীয়াংশ। তাই গাড়ীর ওজন কমে যায়, ফলে ইঞ্জিনের উপর চাপ পড়ে না।
# LPG এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে – ক্যালোরিফিক ভ্যালু বেশি থাকায় অকটেনের প্রায় সমান মাইলেজ এবং পারফরম্যান্স। অকটেন ৮৯ টাকা/লি এবং LPG ৪১ টাকা/লি।
# CNG এর তুলনায় LPG অধিকতর নিরাপদ। LPG মাত্র ৩.০-৭.৫ বার প্রেসারে স্টোরেজ করা হয় (CNG ২০০-২৫০ বার)। ফলে LPG সিলিন্ডারের বিস্ফোরণের ঝুঁকি নেই বললেই চলে।
তাই আর দেরি না করে আজই আপনার গাড়িটি এল পি জি তে কনভারসন করুন।
আপনার গাড়িটি দুইভাবে এলপিজিতে রুপান্তর করা যাবেঃ
১.সিকুয়েন্সিয়াল ইনজেকশন সিস্টেম (কম্পিউটারাইজ পদ্ধতি) ।
২.ট্রেডিশনাল সিস্টেম (পুরানো পদ্ধতি) ।
গাড়ি কে এল পি জি তে কনভারসন করলে
বর্তমান সময়ের যে কোন গাড়ির জন্য সবচাইতে উপযোগী হল সিকুয়েন্সিয়াল ইনজেকশন (5th Generation) সিস্টেম ।
সিকুয়েন্সিয়াল ইনজেকশন সিস্টেমের সুবিধাসমূহঃ
কম্পিউটারাইজ সিস্টেমে গ্যাস টিউনিং করা হয় বলে একবার টিউনিং করে দিলে আর টিউনিং দরকার পরেনা। নরমাল CNG সিস্টেমের মতো ঘন ঘন টিউনিং করার প্রয়োজন নেই।
এই পদ্ধতিতে গ্যাস এর জন্য জ্বালানি আলাদা ইনজেকটর ও কন্ট্রোলার থাকে, তাই ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী কম-বেশি গ্যাস সাপ্লাই দেয় ফলে গাড়ি নির্বিঘ্নে চলে।
এসি দিলে ইঞ্জিনে আলাদা কোন রেইস বা আরপিএম বারাতে হয় না । একদম তেলের মতো চলবে।
গাড়ির পিকাপ একদম তেলের মতো, গাড়ি কখনোই ভার- ভার মনে হবেনা।
এলপিজি করার কারনে কোন রকম পাওয়া র লস হবেনা।
সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম, তেলে ইঞ্জিন স্টার্ট হয়ে নির্দিষ্ট তাপমাত্রায় আটোমেটিক গ্যাসে চলে যাবে। গ্যাস শেষ হয়ে গেলে কখনো ইঞ্জিন বন্ধ হবে না, গাড়ি আবার তেলে চলবে।
সর্বপরি এল পি জি সি এন জির তুলনায় বিস্ফোরণ ঝুঁকি নেই বললেই চলে।
আমরা দিচ্ছি নারায়ণগঞ্জ এ অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা দেশের সেরা রেটে বিশ্ব সেরা ইতালিয়ান OMVL ও AEB এর কিট ও তুর্কি সিলিন্ডার সাথে পাচ্ছেন কম্পিউটারাইজড কার ডাইগনিষ্টিক স্ক্যানার দিয়ে স্ক্যান ফ্রি ।
৬০ লিটার ট্রেডিশনাল LPG কনভার্সন ৩৩৬০০/- টাকা। ৬০ লিটার সিকুয়েন্সিয়াল LPG কনভার্সন ৪৪৮০০/- টাকা
প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট বিশ্বরোধ সংলগ্ন পূর্ব সস্তাপুর এলাকায় অবস্থিত। যোগাযোগ +8801911166945, +8801916233437।