বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাটের শিডিউল নিয়ে এবারও হৈ-চৈ, হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা কমপ্লেক্সে গোগনগরের পুরান সৈয়দপুর কয়লাঘাট হাটের শিডিউল কেনা নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ও দায়িত্বরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভেতরে সেনা মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুর (কয়লাঘাট সংলগ্ন) এলাকায় আলী আকবরে নিজস্ব ভুমিতে অস্থায়ী পশুর হাটের সিডিউল ক্রয়ে বাধা দেয় স্থানীয় বেপারীবাড়ি জামে মসজিদের সেক্রেটারি নাজির আহমেদের নেতৃত্বে শতাধিক লোকজন। এনিয়ে নাজিরও তার লোকজন সিডিউল বিক্রেতা উপজেলা পরিষদের কর্মকর্তা মনিরুল ইসলামের কক্ষের দরজায় লাথি ও কিলঘুষি মেরে ভাংচুরের চেষ্টা করে।এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ও দায়িত্বরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভেতরে সেনা মোতায়েন করা হয়।