বিজয় বার্তা ২৪ সট কম
ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদেরকে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে -মাওলানা আব্দুল হালিম
২০ ডিসেম্বর শুক্রবার ফতুল্লার পিলকুনী মুন কমিনিউটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাশিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদেরকে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম আরো বলেন,একটি জাতির ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আগে নিজেদের মান উন্নয়ন করতে হবে। কারন জ্ঞান-বিজ্ঞানের পৃথিবীতে আমাকে আপনাকে পিছিয়ে থাকার সুযোগ নেই।
তাই সবার আগে দায়িত্বশীলদেরকে কাঙ্খিত মানের ভূমিকা পালন করতে হবে। নারায়ণগঞ্জ মহানগরী দায়িত্বশীল শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন।
-বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আরো বলেন মানব সম্পদের দিক থেকে আমাদের দেশ অষ্টম স্থানে আলহামদুলিল্লাহ।
এটাকে সঠিক ভাবে দক্ষ করে তুলতে পারলে পৃথিবীর অনেক রাষ্ট্রকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব, নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন।
মহানগরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসেন ও মাওলানা নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য জনাব জাকির হোসাইন, মাওলানা সাইফুদ্দিন মনির, শ্রমিক নেতা হাফেজ আব্দুল মুমিন, মাওলানা ওমর ফারুখ, সাঈদ তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।