বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, উন্নয়ন করেছি জনগনের জন্য। কথা বলেছি নারায়ণগঞ্জ বাসির জন্য। এ উন্নয়ই আমার এক মাত্র ভরসা। তাই নারায়ণগঞ্জ বাসীর প্রতি আমাদের আস্তা রয়েছে, তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিবে। তিনি আরো বলেন, প্রতীক পাওয়ার পর আমার নির্বাচনী প্রচারনা শুরু হবে। তার পর বুঝা যাবে নির্বাচনের পরিবেশ কেমন আছে। এ আগে কিছুই বলো যাবেনা। একটা নির্বাচন করতে হলে যে দরনের আইনশৃঙ্খলা প্রয়োজন নির্বাচন কমিশন সে ধরনে প্রস্তুতি নিবে। প্রচারনার পর যদি দেখি নির্বাচনের কোন বিঘ্ন ঘটবে তখন আইনশৃঙ্খলা সমন্ধে বলবো। তিনি বৃহস্পতিবার বিকাল ৪ টায় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে নাসিক ৮নং ওয়ার্ডে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সকল শহীদ ও মৃতঃ মুক্তিযোদ্ধের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা মহি মোল্লা প্রমূখ। এসময় মেয়র প্রার্থী আইভী আরো বলেন, নির্বাচন করতে হয় সকলকে নিয়ে। আমিও সকলকে নিয়ে নির্বাচন করবো। আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা আমারে পাশে আছে। তারা সকলের মিলে নৌকার জন্য মাঠে নেমে কাজ করবে। নারায়নগঞ্জে আওয়ামীলীগে মধ্যে কোন বিভেদ নাই। সকলে এক আছে এক থাকবে। তিনি আরো বলেন, উন্নয়ন দিয়ে জনগনের পাশে যাওয়া যায়, তাদের সুখ দুঃখের কথা শুনে যায়। তার পরই উন্নয়ণের রূপরেখা তৈরি করা হয়। আমি ৫টি বছর সে কাজটি করেছি। এখন পরীক্ষার পালা এসেছে দেখি সিটি বাসীর ভালো বাসা নিয়ে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারী কিনা।