বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরানোর প্রতিবাদে নারায়ণগঞ্জে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে।
শনিবার ১০ (সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগর বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ শহরের প্রান কেন্দ্র বি.বি. রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ করে ।
বিক্ষোভ সমাবেশে নগর বিএনপির সিনিয়র সহÑসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মহানগর বিএনপি নেতা ঈসমাইল মাষ্টার, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর মৎসজীবী দল ঢাকা দক্ষিনের যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, মোঃ নুরুজ্জামান, মহানগর ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, শহীদ জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। অবৈধ সরকার কর্তৃক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর স্বাধীনতা পদক প্রত্যাহার ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি থেকে তা সরানোর ঘটনা ন্যাক্কারজনক। বক্তরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান।
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ‘অবিচ্ছেদ্য’। তিনি শুধু জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কেবল স্বাধীনতার ঘোষণাই দেন নি – জীবনবাজী রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।
বক্তারা আরো বলেন, শহীদ জিয়ার পদক প্রত্যাহারের সিদ্ধান্তটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে, সে দিন বেশী দূরে নয় এর মাশুল আওয়ামী লীগকেও দিতে হবে।