বিজয় বার্তা ডট কম
ব্যাপক উৎসব মূখর পরিবেষের মধ্য দিয়ে শেষ হলো আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। সোমবার সকাল ১১ টায় নারায়ণঞ্জ জেলা প্রশাসকের মম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটাণিং অফিসার মো: রাব্বি মিয়ার কাছ থেকে সাধারন সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন। ২নং ওয়ার্ড থেকে এড. শরীফ হোসেন (ঘুড়ি), ৪নং ওয়ার্ড থেকে আবু নাঈম পেয়েছে (ক্রিকেটব্যাট), সোহরাব হোসেন (ঘুড়ি), ইফরান উদ্দিন টিপু (হাতি), মোস্তাফিজুর রহমান (অটোরিক্স), ৬নং ওয়ার্ড থেকে আবুল জাহের(তালা), ৭নং ওয়ার্ড থেকে রফিকুল ইসলাম নান্নু (তালা), মোস্তাফিজুর রহমান (হাতি), ৮নং ওয়ার্ড থেকে আবু নাঈম (তালা), ফারুক হোসেন (বৈদ্যতিক পাখা), দেলোয়ার হোসেন (ঘুড়ি), ৯নং ওয়ার্ড থেকে আব্দুল নুর (তালা), নুর আলম (হাতি), আব্দুল মান্নান (অটোরিক্স), ১৩নং ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান (তালা), ১৪নং থেকে মিজানুর রহমান (ঘুড়ি), জায়েদ আলি (তালা), ১৫নং ওয়ার্ড থেকে কামরুল হাসান(তালা), ফারুক হোসেন (ক্রিকেটব্যাট), ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নুরজাহান পেয়েছে (বই) প্রতীক, কোহিনূর আক্তার (ফুটবল), খালেদা (টেবিল ঘড়ি), ৫নং ওয়ার্ড থেকে কুলছুম (ফুটবল), সিমা রানি পাল (টেবিলঘড়ি) সহ সকল প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭ জন সহ মোট ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে।