বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জিম ওনার্স এসোসিয়েশন’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত করা হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়াম প্রাঙ্গণে এই উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ.জেড.এম ইসমাইল বাবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র সাধারন সম্পাদক ও এক্স –মি, বাংলাদেশ নজরুল ইসলাম , জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফিরোজ মাহমুদ সামা, নারায়ণগঞ্জ জিম ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আব্দুর রউফ,নেক্সসাস জিম এর মালিক নাসিফ রনিসহ অন্যান্য জিম মালিক কর্তৃপক্ষ।