বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি আব্দুল আউয়াল (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ।
এর আগে রোববার দিনগত রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নারায়ণগঞ্জ কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বলেন, আব্দুল আউয়াল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। এরপরে হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করলে আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের ছেলে জামান সাংবাদিকদের জানান, তার পিতার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। সে একজন বয়স্ক মানুষ। তিনি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। তাকে সেপ্টেম্বর ২ তারিখে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। রবিবার হাইকোর্ট থেকে দুটি মামলাই তার জামিন করানো হয়। এ খবর জেলে গিয়ে তাকে জানিয়ে আসা হয়েছিল। অথচ জামিনে মুক্ত হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। তিনি বলেন, নিরীহ মানুষটিকে এমনভাবে জেল খাটিয়ে মারা হলো।