নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় আগাম জামিন নিয়েই আসামী পক্ষ কোর্ট প্রাঙ্গনে মামলা তুলে নিতে বাদিকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১ টায় রূপগঞ্জের একটি মারামারির মামলার আসামীগন নয়ন, আক্তার. আফজাল ও নাজমা বেগম আগাম জামিন নিয়ে এ হুমকি দিয়েছে বাদির ছেলে পলাশ ও পারভেজকে। এ সময় তারা মামলা না তুলে নিলে তাদেরকে প্রাননাশের হুমকি দেয় তারা। আসামীদের অনবরত হুমকিতে বাদিপক্ষ পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভোগছেন।
মামলার বাদি পারুল বেগমের ছেলে পলাশ জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাড়ি ভাড়া নিয়ে আসামী আফজাল গংদের সাথে আমার ছোট বোন জামাই ছালাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এ জের ধরে আফজাল তার ছেলে আলÑআমিন তার স্ত্রী নাজমা বেগম, আক্কাস আলীর ছেলে আক্তার হোসেন, নয়ন, মোস্তফার ছেলে টিপু সহ আরো অজ্ঞাত ৩/৪ লোহার রড, লাঠি সোটার দিয়ে এলোপাতালী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাত্ত জখম করে। পরে আমার ভগ্নিপতি সালাউদ্দিনকে মুমুর্ষ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সালাউদ্দিন ঢামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মাথার উপরিভাগের কয়েকটি হাড় ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়, যার নং ৪৫। সোমবার সকালে এ মামলায় বাদি ঢামেক হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ আদালতে আসার পূর্বেই আসামী আফজাল, নাজমা বেগম, আক্তার হোসেন ও নয়ন আগাম জামিন নিয়ে নেয়। পরে বাদি ও তার লোকজন আদালতে আসলে মামলা তুলে নিতে মামলার বাদিসহ উপস্থিত তার ২ ছেলেকে হুমকি দেয়।
মামলার বাদি পারুল বেগম জানান, আসামী আল আমির, সুমন, টিপু গ্রেপ্তার না হওয়া ও অন্যান্য আসামীদের আগাম জামিন হওয়ার এবং মামলা তুলে নিতে আসামীদের অনবরত হুমকির মুখে পরিবারের নিয়ে নিরাপত্তা হিনতায় আছি। তাই আসামীদের গ্রেপ্তার করার জন্য রূপগঞ্জ থানার ওসি জেলা পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।