বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়জন ডুবুরিসহ ১২ সদস্যের তিনটি দল নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে। নৌপুলিশ নিখোঁজ যাত্রীর সংখ্যা দুইজন জানালেও ফায়ার সার্ভিস বলছে, পাঁচজন নিখোঁজের দাবি করছে স্বজনরা।
রোববার রাত ৯টায় বন্দর মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ সেন্ট্রাল নদী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ট্রলারটি। এ সময় নারায়ণগঞ্জ নদী ঘাটের কাছে পৌঁছালে টিন ও কাঠের তৈরি ট্রলারের ছৌয়া (ট্রলারের ওপরে বসার স্থান) ভেঙে পড়ে নদীতে পড়ে যায় যাত্রীরা। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে নদীর তীরে আসলের কয়েকজন নিখোঁজ হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ নৌপুলিশ ইনচার্জ নেওয়াজ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, ট্রলারের ছৌয়াটি জরাজীর্ণ থাকায় যাত্রীদের চাপে ভেঙে যাত্রীরা নদীতে পড়ে নিখোঁজ হয়। এ পর্যন্ত বন্দর মদনগঞ্জ এলাকার রমিজ উদ্দিনের ছেলে ইমন (২২) ও একই এলাকার কালাচানের ছেলে দিন ইসলাম (৩৫) নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার দাবি করেছে। ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো কারো সন্ধান পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফুল হক জানিয়েছেন, এ পর্যন্ত পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার দাবি করেছে। সকাল ৬টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত চলবে।