বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের যুবদলের প্রতিষ্ঠা বার্ষির্কীর র্যালিতে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশের লাঠিচার্জে পাচঁজন আহত হয়েছে বলে দাবি করেছেন যুবদলের নেতারা। যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ মহানগর যুবদল শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের দুই নং রেলগেইট জেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌছলে পুলিশ বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে র্যালি বের করা হলে পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির সভাপতিসহ কমপক্ষে পাচজন নেতাকর্মী আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসাদুজ্জামান জানান, জনগনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় ।