বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দূঘটনায় সিরাজুল ইসলাম নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাঁচ্চু মিয়া। তিনি জানান, রিকশাচালক সিরাজুল ইসলামকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা নিয়ে আসা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় আগুন নেভাতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও একজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১০টা ৫১ মিনিটের দিকে চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ১২টা ৫০ মিনিটের দিকে প্রতিদিনের বাংলাদেশকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের প্রধান কর্মকর্তা শাহজাদী সুলতানা।
নিহতরা হলেন হাজীগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫৮), জামতলার সালাউদ্দিন সাবু (৪৮) তিনি যশোর জেলার গুলজারের ছেলে এবং শহরের মাসদাইরের পাকাপুল এলাকার রিকশাচালক সিরাজুল ইসলাম (৫০)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, আগুন নেভাতে যাওয়ার পথে চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে পৌঁছালে ফায়ার সার্ভিসের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকারসহ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাসচাপায় একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।
আহত হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা ইরানি ও রোকন, শহরের জামতলা এলাকার নাজমা, চাঁদমারী এলাকার আমজাদ ও মুন্সিগঞ্জের রেশমা। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান
বলেন, ফতুল্লায় কারখানায় অগ্নিকাণ্ডের খবরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে চালক মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ফায়ার সার্ভিসের গাড়ি চালকের লাশ ভিক্টোরিয়া হাসপাতালে রাখা হয়েছে।