বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় নতুন করে চব্বিশ ঘন্টায় ২ জন মৃত্যুবরন করেছেন এবং নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছেন। গত চব্বিশ ঘন্টায় ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৩৯ জন ও মোট আক্রান্ত ৬২৫ জন। সর্বমোট ১৮৬৭ জনের এই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল পর্যন্ত ২৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তবে গত চব্বিশ ঘন্টায় নতুন করে কেউ সুস্থ্য হয়নি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশী করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার মোট আক্রান্তের ৬২৫ জনের মধ্যে ৪৫১ জন্যই নাসিক এলাকায়। এছাড়া বাকিরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকার। গতকাল জেলায় মোট মৃত্যু ছিল ৩৭ জন ও মোট আক্রান্ত ৫৮৪ জন।
এদিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্য ব্যক্তিদের দাফন ও দাহ কাজ মহামারী শুরু থেকেই কাজ করে যাচ্ছে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এদকদল সেচ্ছোসেবী নিয়ে তিনি এই পর্যন্ত হিন্দু মুসলিমের সর্বমোট ২৯ টি মৃতদেহ সৎকারের কাজ করেছেন।