বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে জঙ্গি বিরোধী অভিযানে শহিদুল ইসলাম সরল (৩৬) নামে এক পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার ভোর রাতে আদমজী কাশেমপাড়া এলাকায় ডি.এন.ডি সেচ প্রকল্প থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) ওমর ফারুক বৃহস্পতিবার তাকে আটক করেন। আটক সরল কাশেম পাড়া এলাকার মৃতঃ ফজলুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি. ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু.সরাফত উল্লাহ অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।