বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ নগরীর জামতলায় এই কেন্দ্রের উদ্বোধন করেছেন বিজেএমই’র সভাপতি ফারুক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজেএমই’র সভাপতি ফারুক হাসান বলেন,আমি ধন্যবাদ জানাতে চাই বিজিএমইএ’র এর সম্মানতি পরচিালক নীলা হোসনে আরা কে, তাঁর নজি বাসার জায়গা ছডে দিয়ে এই মেডিকেল সেন্টার র্কাযক্রম পরিচালনা করতে সহযোগতিা করার জন্য। এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ক্রোনি গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাই। তৈরী পোশাকশিল্পের সূদুরপ্রসারী কল্যাণ ও লক্ষ্য মাত্রাকে সামনে রেখে বিজিএমইএ এর যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি। এসময় তিনি আরো বলেন, বিগত ২৮ জুন ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক এর মধ্যে দিয়ে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।
এই দীর্ঘ ১৩ বৎসরে অর্থাৎ ২০২২ সালের জুন মাস পর্যন্ত ঢাকা, বিজিএমইএ’র নারায়ণগঞ্জ, গাজীপুর, কোনাবাড়ি, আশুলিয়া, হেমায়েতপুর এবং চট্টগ্রামের মোট ১১ টি যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পোশাকশিল্প কারখানার ১৪,২০৫ জন যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১০,৫০১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের এর মাধ্যমে শ্রমিক, ম্যানেজার এবং সুপারভাইজারদেও নিয়ে ১০৮৯ টি যক্ষ্মা সংশিষ্ট সচেতনামূলক ওয়ার্কশপ করা হয়েছে যেখানে ৫৩,৭৪০ জন অংশগ্রহণকারী ছিলেন। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম আসলাম সানী ও চেয়ারপার্সন নীলা হোসনে আরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।