বিজয় বার্তা ২৪ ডট কম
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ (১২-১৭ নভেম্বর) পালন উপলক্ষে এ্যডভোকেসী সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি”।
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ বসিরউদ্দিনের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার নারায়ণগঞ্জ জেলার (উপ-সচিব) উপ-পরিচালক মোঃ আলী আকবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ।
স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক (সিসি) ডাঃ সৈয়দা তাজনীন ওয়ারিস। প্রেজেন্টেশন উপস্থাপন করেন না.গঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্যে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করতে বিগত ছয় দশক ধরে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের মধ্যে এইচপিএনএসডিপি -এর লক্ষ্যমাত্রা এবং রূপকল্প ২০২০-২১ পূরণের লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।