বিজয় বার্তা ২৪ ডট কম
২০১০ সালে বই বিতরণ কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। করোনা মহামারীর কারনে দুই বছর বই বিতরণ উৎসব কার্যক্রম বন্ধ থাকলে এবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে নতুন পাঠ্যপুস্তক দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার (১জানুয়ারী) জেলার বিভিন্ন স্কুলে এই নতুন বই বিতরণ করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে শুরু হয় বই বিতরণ কার্যক্রম। পরে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এর আগে সকাল থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে ৮২ শতাংশ বই বিতরণ করা হয়েছে এবং আরো ১৮ শতাংশ বই বিতরণ বাকি রয়েছে। যা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। সরেজমিনে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকেদের পদচারনায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। শিক্ষার্থীরাও বইয়ের ঘ্রানে মাতোয়ারা হয়ে উঠে। স্কুল কর্তৃপক্ষ নানা আয়োজনের মাধ্যমে দিনটি মাতিয়ে তুলে।একে একে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বই। এসময় নতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা হয়ে উঠে শিক্ষার্থীরা। বই পেয়ে তারা আনন্দিত ও উচ্ছাসিত।
বই পেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্র ইয়াছিন বলেন, আমি এখানে নতুন বই নিতে এসেছি। নতুন বই পেয়ে আমার খুবই ভাল লাগছে। বই পেয়ে আমি আমার পড়াশোনা আরো ভাল করার চেষ্টা করবো।
মাধ্যমিকের শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, বছরে প্রথমে দিনে নতুন ব্ই পাওয়া অনেক আনন্দের ব্যাপার। বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছি এবং আমরা চাই যে ভবিষ্যতে ভাল পড়ালেখা করে স্কুলকে একটা ভাল কিছু দেওয়ার জন্য। সবাই আমরা খুশি।
প্রথম শ্রেনীর শিক্ষার্থীর বাবা শাহিন মিয়া বলেন, সু শৃঙ্খলাভাবে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। বই পেতে কোন বিরম্বনা হয়নি। নতুন বছরে নতুন বই পেয়ে বাচ্চারা এবং আমরা অভিভাবকরাও খুবই আনন্দিত। সরকারকে ধন্যবাদ জানাই তাদের এই ভাল কার্যক্রমের জন্য।
জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম জানান, নারায়নগঞ্জ জেলার ৫টি উপজেলায় প্রায় ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ৩ লক্ষ ৪২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪২ লক্ষ বই বিতরণ করেছি। আর বই প্রাপ্তির যে পরিসংখ্যান কিছু ব্যতিক্রম ছাড়া সব ই পেয়ে গেছি। আর যে অংশ বই এখনো পাইনি ইনশাল্লাহ অতিশীঘ্রই পেয়ে যাবো এবং পেয়ে যাওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে পৌছে দিবো। সেই সাথে নারায়ণগঞ্জ জেলার শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে।
নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বহৎভাবে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে নতুন পাঠ্যপুস্তক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আয়োজন সম্পর্কে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি চন্দনশীল বলেন, দেশের একটা প্রাচীন স্কুল এটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন থেকে বই বিতরণ কার্যক্রম শুরু করেছেন সেদিন থেকেই আমরা ব্যাপক আয়োজন করে আসছি। এক কথায় বলতে পারেন এটা আমাদের রুটিন উৎসবে পরিনত হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। আজকে স্কুলে উৎসব ও আন্দনমুখর পরিবেশ বিরাজ করছে। স্কুলের চার হাজার ছাত্র ছাত্রী , শিক্ষক, অভিভাবক ও আমরা সবাই মিলে উৎসবমুখর ভাবে দিনটি পালন করে থাকি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আজিজুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জে অত্যন্ত চমৎকার আয়োজন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে বই বিতরণ সম্পন্ন করতে পেরেছি। জেলার বিভিন্ন স্কলে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ে এই পাঠ্যপুস্তক বিতরণ করেছি।নারায়ণগঞ্জের বইয়ের কোন সংকট নেই৷ সকল প্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বই বিতরণ বাকি রয়েছে সেখানে আমরা বই বিতরণের কাজগুলো শেষ করবো।
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্র ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা।