বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক ইত্তেফাকের ৬৫ বছর পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশের ইতিহাসে দৈনিক ইত্তেফাকের ভূমিকা স্বরণীয়। স্বাধীনতা থেকে স্বাধীকার আন্দোলনে ইত্তেফাক গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। বাংলাদেশের সংবাদপত্রগুলির মধ্যে ইত্তেফাক তার মান মর্যাদা ও বস্তু নিষ্ঠতা বজায় রেখেছে। ইত্তেফাক সাথে কারো তুলনা হয়না। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেশন রুমে কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান বাদলের উদ্যোগে সকালে শহরে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি করা হয়। উৎসব মুখর পরিবেশে বার্নাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহম্মেদ, দৈনিক আমার দেশের নারায়ণগঞ্জ প্রতিনিধি আবু সাউদ মাসুদ, দৈনিক যুগান্তর নারায়ণগঞ্জ প্রতিনিধি ও দৈনিক নারায়ণগঞ্জের আলোর প্রকাশক রাজু আহাম্মেদ, দৈনিক মানবকন্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি নাহিদ আজাদ, দৈনিক সমকালের নারায়ণগঞ্জ প্রতিনিধি এম এ খান মিটু, দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফ আলম দিপু, দৈনিক মানবকন্ঠের বন্দর প্রতিনিধি, দৈনিক ডান্ডিবার্তা বার্তা সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ডান্ডিবার্তার স্টাফ রিপোর্টার আবুল হোসেন, রাশেদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, মেহেদী হাসান সজিব, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহজাহান, লাইফ নারায়ণগঞ্জের সিও কামাল হোসেন, সাংবাদিক সনদ সাহা, মোজাম্মেল হোসেন লিটন, মনির হোসেন, নিলয়, হৃদয়, মোক্তার হোসেন, তামরুল হাসান, সুমন, সেলিম, ইমরান, আল আমিন প্রধান, জাহাঙ্গীর ডারিম, সুলতান, মাসুদ, জাহিদ, তানভীর রনি, মশিউর, সজিব, মামুন, টিটু, মস্ফল সাংবাদিক ফোরামের বন্দর থানার শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিপু প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই দৈনিক ইত্তেফাকের উত্তর উত্তর সম্বৃদ্ধি কামনা করেন।