বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া জাল জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে দুই কনটেইনার বিদেশী মদ উদ্ধারের মামলায় দুই আসামীকে তিন দিন ও এক আসামীর দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগম এর আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানী শেষে আদালত এ আদেশ দেন।
মামলার আসামীরা হলেন- আহাদুল ইসলাম, নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ভুয়া জাল জালিয়াতি করে অবৈধভাবে চোরা চালানের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডে ৪২৫ এর ৪ ধারায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানী শেষে আদালত দুই আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর আসামী আহাদুল ইসলাকে বিকেলে আদালত ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় চেকপোস্টে দুই কনটেইনার থেকে ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব-১১ এর একটি দল। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৪৭ কোটি টাকা। এই ঘটনায় র্যাব-১১ এর উপ-পরিচালক মো. শাহাদাৎ হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। আসামীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মামলার মূল আসামী ষোলগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ভুয়া কাগজপত্র তৈরী করে বিদেশ থেকে বিদেশী মদ আনেন। র্যাব তার ওয়ারীর বাসায় তল্লাশী চালিয়ে ৯৮ লাখ ২৯ হাজার ৫শ’ টাকা, ৪ হাজার ২৫৫ ইউরো, বার্থ ৭ হাজার ৪৪৪, ভারতীয় রূপী ২০ হাজার ১৪৫সহ বাসায় চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মুদ্রা পাওয়া গেছে। তাই দুই আসামী নাজমুল হোসেন ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা।