বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি ঘটনায় মানছুরা (৩০)নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ ও সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিপা আক্তার(১৩) এর আতœহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাগুলো ঘটেছে, উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী কলাপাড়া ও ফতেপুর ইউনিয়নের বগাদী সিকদারবাড়ি এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার বগাদী সিকদারবাড়ি এলাকার মোঃ আলম ও তার স্ত্রী এলাকার এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকার কারনে তাদের কন্যা নিপা আক্তারকে বকাঝকা করে এবং চরথাপ্পর মারে শাসন করে। এ ঘটনায় ক্ষোভে ও অভিমানে নিপা আক্তার তার থাকার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে চালের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
অপর দিকে একই দিন রাতে উপজেলার বিশনন্দী কলাপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ মানছুরাকে পিটিয়ে হত্যা করে ঘরে গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, ঐ দিন দিনের বেলায় মানছুরার শ্বাশুড়ি খোদেজা বেগম, ভাসুর বাবুল, জা নুমি আক্তার ও স্বামী কাবুলের সাথে ঝগড়া হয় মানছুরার। এতে করে তারা সকলে তাকে এলোপাথারী পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা মানছুরার ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনার পর থেকে নিহত মানছুরার শ্বশুর বাড়ির সকলে পালিয়ে যায়।
মানছুরার পিতা হারুন মিয়ার অভিযোগ, মানছুরার শশুর বাড়ির লোকজন তাকে মেরে লাশ ঝুলিয়ে রাখে। বিগত ১০ বছর আগে মানছুরার বিয়ে হয়। বিভিন্ন কারনে শ্বশুর বাড়ির লোকজন তার উপর অত্যাচার করে আসছিল।
আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।