বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে পোশাক কারখানা ও মার্কেট খোলা রাখায় বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। জেলায় ভয়াবহ রুপ ধারনের শংকা রয়েছে। এর মধ্যে কারখানার শ্রমিকরা ঈদের ছুটিতে বিভিন্ন পন্থায় সামাজিক দুরত্ব না মেনে গাড়িতে একসাথে গাদাগাদি করে গ্রামের বাড়ি জমিয়েছেন। ধারনা করা যাচ্ছে এই সব শ্রমিকরা আবার জেলায় প্রবেশ করলে করোনায় মৃত ও আক্রান্ত বাড়তে পারে। নারায়ণগঞ্জে সদর উপজেলার এসিল্যান্ড হাসান বীন আলী ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের স্ত্রী আফরোজা খন্দকার লুনা সহ নতুন করে ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত চব্বিশ ঘন্টায় কোন মৃত্যু নেই। এই পর্ষন্ত জেলায় মোট আক্রান্ত ২২২৫ জন ও মোট ৭২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন সহ মোট ৬৯৪ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। গত চব্বিশ ঘন্টায় ১৫৮ জন সহ ৯৪৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশী। এই এলাকায় মোট মৃত ৪৯ জন ও মোট আক্রান্ত ৯৮২ জন