বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও করোনার ২য় ডোজের গনটিকা কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকালে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ। নারায়ণগঞ্জ সদর উপজেলার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আজ থেকে তিন দিন চলবে এই টিকাদান কার্যক্রম।
জেলা প্রশাসক এসময় টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন। টিকার পাশাপাশি মাস্ক ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে আমরা এই মহামারী মোকাবেলায় সক্ষম হবো বলেও মন্তব্য করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা সহ অন্যান্যরা।
গণটিকার আওতার নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন ২৭ টি ওয়ার্ড, ইউনিয়ন পরিষদের ৩৯টি কেন্দ্রে ও পৌর সভার ৫টি কেন্দ্রে মোট ৭২ হাজার লোককে এই টিকা প্রদান করা হবে। এই টিকার কার্যক্রম তিন দিন চলবে। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ৬০০ জন করে টিকা প্রদান করা হবে। টানা তিন দিনে প্রতিটি ১৮’শ জনকে ২য় ডোজ প্রদান করা হবে।