বিজয় বার্তা ২৪ ডট কম
দেশের সীমান্ত এলাকা ও ঢাকার পfর্শ্ববর্তী জেলাগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। গত কয়েকদিন যাবত নারায়ণগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ ১০ শতাংশের নিচে। এই সংক্রমণ যাতে ছড়াতে না পারে- এ কারণে নারায়ণগঞ্জ জেলায় ২য় দিনের মতো কঠোরভাবে লকডাউন চলছে। আজ সকাল থেকে জেলার সঙ্গে সড়কপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব গণপরিবহন ও দোকানপাট এবং ও নৌ-পথে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ । সকালের পর থেকে অনেকটা ঢিলেডালাভাবে লকডাউন পালন করা হচ্ছে। তবে পোশাক কারখানা ও জরুরী সেবা চালু আছে । লকডাউন কঠোরভাবে পালন করতে দুটি মহাসড়কসহ ২১ টি চেকপোষ্ট রয়েছে জেলা পুলিশ ১৮ টি ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করে।
পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সর্বাত্বক ভাবে লকডাউন পালন করার জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে কঠোর লকডাউন মধ্যে বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা ব্চললেও জেলার বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় সকল দোকানপাট খুলে ফেলেছে লকডাউন মানছেনা সাধারণ মানুষ ।
বাজারগুলো সহ সড়কে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে নগরীর বিভিন্ন এলাকার হাজারো মানুষ ছুটছেন নানা কাজে। লকডাউন মানছে না অনেকে।