বিজয় বার্তা ২৪ ডট কম
‘বয়সের সমতার পথে যাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে পহেলা অক্টোবর আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, দেশে প্রবীণ জনগোষ্ঠির সংখ্যা বেশি। প্রবীণরা অবহেলিত। এই কারণে সরকার পিতা-মাতার ভরণ পোষণ আইন করেছেন। জৈষ্ঠ নাগরিকদের আমাদের সম্মান করতে হবে। নবীনদের মধ্যে এই মানবিক মূল্যবোধ জাগাতে হবে।
অন্যনো বক্তারা প্রবীণদের কল্যাণে সরকারী হাসপাতাল ও পরিবহনে জৈষ্ঠ্য নাগরিক হিসেবে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারীভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানান। আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শ্বশুর-শাশুড়িকে সেবাযত্ম করার স্বীকৃতিস্বরূপ নাসরিন আক্তারকে ‘মমতাময়ী’ এবং বৃদ্ধা শতবর্ষী মাকে সেবাযত্ম করার স্বীকৃতি স্বরূপ আমিনুল প্রধানকে ‘মমতাময়’ পুরস্কার ক্রেষ্ট প্রদান করা হয়।