বিজয় বার্তা ২৪ ডট কম
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের তিনটি উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে আড়াইহাজার উপজেলার ১০টি ইউপি সহ সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ও সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে ভোট দান চলছে। এর মধে ফতুল্লায় প্রায় ত্রিশ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এ এলাকাতে৷
আড়াইহাজারে ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৬ জন চেয়ারম্যান প্রার্থী। তবে বাকি চারটি ইউপিতে এ পদে ভোটের লড়াই করছেন আওয়ামী লীগ ও সতন্ত্র সহ ৮ জন চেয়ারম্যান প্রার্থী। তাছাড়া সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ও সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে এ পদে আরও ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলার বারটি ইউনিয়নে সদস্য পদে ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫০০ শতাধিক প্রার্থী৷
ফতুল্লা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন। তিনটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্যপ্রার্থী ২৫ জন। সাধারণ নয়টি ওয়ার্ডে সদস্যপ্রার্থী ৯৮ জন।
এদিকে, ফতুল্লা ও সোনারগাঁয়ের বৈদ্যের বাজারসহ ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে আড়াইহাজারের ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ফতেহপুর ইউনিয়ন পরিষদে মো. আবু তালিব, দুপ্তারা ইউনিয়ন পরিষদে মো. নাজমুল হক, ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদে মো. লাক মিয়া, বিশনন্দী ইউনিয়ন পরিষদে মো. সিরাজুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আমান উল্যাহ এবং হাইজাদী ইউনিয়ন পরিষদে আলী হোসেন।
এ জেলায় দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। তবে এবার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রাখতে এসব উপজেলায় পুলিশের পাশাপাশি র্যাবের কয়েকটি মোবাইল টিম ও ২ প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটরা নিয়োজিত রয়েছেন নির্বাচনী এলাকায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান,
প্রশাসন পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর হওয়ার জন্য ইসিতে সুপারিশ করা হয়। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার অনুরোধ জানানো হয়। এ কারনে পুলিশ র্যাব ও বিজিবির পাশাপাশি অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছে। কোন প্রার্থী বা তার সমর্থক নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইলে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহন করবে।
ল