বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ছয় জন সাংসদকে নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া এবং অবস্থানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ( দুপুরে) শেরে বাংলা নগর ইসির কার্যালয়ে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী। জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠেয় সারাদেশের সাংসদের ন্যায় নারায়ণগঞ্জে দায়িত্বরত এই ছয়জন সাংসদকে জেলা পরিষদ নির্বাচনী এলাকায় চলাচলে নিষেজ্ঞাতা করা হয়েছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, ‘কিছু প্রার্থী ও সরকার দলীয় সাংসদ নানাভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে- এমন অভিযোগ লিখিত ও মৌখিকভাবে আমরা পেয়েছি। কেউ বলছেন ক্যামেরায় ছবি তুলে আনতে, কেউ বলছেন ব্যালট পেপারের পেছনে বিশেষ চিহ্ন দিতে।’
এ ধরনের কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন,‘ ভোটের আর দু’দিন রয়েছে। সাংসদদের কাছে অনুরোধ করছি-আপনার এলাকা থেকে চলে আসেন। আমাদের অনুরোধ উপেক্ষা করে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোন না কেন অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।’
নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য নির্বাচনের মতো পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নিরাপত্তা বাহিনী কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। কেন্দ্রকে ঘিরেই নিরাপত্তা বলয় করবো। শান্তিতে সবাই যেন ভোট দিতে পারে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।
উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।