নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে গত বছর ১০জন নিহতের মর্মান্তিক স্মৃতি পাশ কাটিয়ে ব্রক্ষ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্নানোৎসব। লাখ লাখ তীর্থযাত্রী পাপ মুক্তির পূর্ন বাসনায় অংশ নিচ্ছেন এ স্নানোৎসবে। স্নান উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের লাখ লাখ পুনার্থীর মিলন মেলায় পরিনত হয়েছে। এ স্নান উৎসবকে কেন্দ্র করে জমে উঠে তিনদিন ব্যাপী মেলা।
নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সীমানা ভাগ করে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র নদ। এ নদের তীরে অবস্থিত হিন্দুধর্মালম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দ। হিন্দু দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে গোসল করে পাপমুক্ত হন। লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে এ পানিকে ব্রক্ষ্মপুত্র নদরুপে নামিয়ে আনেন সমভূমিতে। পৌরাণিক এ কাহিনীকে স্মরন করে প্রতিবছর চৈত্রমাসে নির্ধারিত দিনে দেশ বিদেশের লাখ লাখ তীর্থযাত্রী পুন্যলাভের আশায় জড়ো হন। ‘হে মহাভাগ ব্রম্মপুত্র হে লৌহিত্য তুমি আমার পাপ হরন কর’ পবিত্র এ মন্ত্র উচ্চারনে হিন্দু ধর্মাবলম্বীরা প্রেমতলা, অন্নপূর্না, রাজ, কালীঘাটসহ ১৪ টি ঘাটে ও নদের বিভিন্নস্থানে স্নান উৎসবে যোগ দেয়। পুন্যতালাভের আশায় ব্রক্ষ্মপুত্র নদের এ স্নান উৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি পাশ্ববর্তী ভারত, নেপাল ভুটানসহ কয়েকেটি দেশের লোকজনও অংশ নেন। বুধবার দিবাগত রাত ৩ টা ৩৪ মিনিট ৩২ সেকেন্ডে শুরু হওয়া লগ্ন শেষ হবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিট ৫ সেকেন্ডে। তবে সকাল ৭টা ২৯ মিনিট থেকে সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত ছিল অমৃত যোগ। এ স্নান উৎসবকে কেন্দ্র করে জমে উঠে তিনদিন ব্যাপী মেলা । মেলায় নাগরদোলাসহ বাহারী রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।
‘হে সমহাভাগ ব্রম্মপুত্র হে লৌহিত্য তুমি আমার পাপ হরন কর’ পবিত্র এ মন্ত্র উচ্চারণে স্নান করে পাপ মোচন হয়। স্নানের সময় এ তীর্থস্থানে দেব দেবতারা উপস্থিত থাকেন বলে জানান পুরোহিত ।
গত বছরের স্নানোৎসবে পদধলিত হয়ে ৭ নারীসহ ১০জন নিহত হওয়ায় এবার প্রসাশনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে । স্নান উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব ও আনসারসহ ১২ শতাধিক আইন শৃংখলা বাহিনীর সদস্য কাজ করছে। উপর থেকে নজর রাখতে ৬টি ওয়াচ টাওয়ার এবং ২০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে স্নানোৎসব পালনের কথা জানিয়ে ধর্ম মন্ত্রনালয়ের সচিব বুধবার লাঙ্গলবন্দে পরিদর্শনে এসে বলেন স্নানোৎসবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্থানীয় প্রসাশনের পাশাপাশি ধর্ম মন্ত্রনালয়ও ব্যবস্থা গ্রহন করেছে ।
সিংক ঃ আব্দুল জলিল, সচিব, ধর্ম মন্ত্রনালয় ।
পূর্নার্থীদের চিকিৎসার জন্য ৫টি মেডিকেল টিম ফ্রি চিকিৎসা প্রদান করছে। স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাম্প স্থাপন করে সেবা প্রদান করছে ।